বরগুনার পাথরঘাটায় ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

0
27

নিউজ ডেস্ক:

বরগুনার পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হেমায়েত মল্লিকের মালিকানাধীন এফবি তিন বোন ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরার সময় প্রবলার (সেফ) ভেঙ্গে তিন দিন ধরে ১৭ জেলে সাগরে ভাসছে। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বরগুনার জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন।এর আগে গত ১০ আগস্ট পাথরঘাটার বিএফডিসি ঘাট থেকে বাজার-সদাই নিয়ে ১৭ জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়।

ট্রলার মালিক হেমায়েত মল্লিকের বরাত দিয়ে তিনি জানান, দুর্যোপূর্ণ আবহাওয়া দেখে এফবি তিন বোন ট্ররারটি গভীর সাগরে মাছ শিকার করে ফিরে আসার সময় সুন্দবনের শ্যাওলার এলাকায় তিন দিন আগে হঠাৎ প্রবলার (সেফ) ভেঙ্গে যায়। এর পর থেকেই ট্রলারটি সাগরে ভাসছে। আজ রোববার ট্রলার মালিককে মোবাইল ফোনের মাধ্যমে মাঝি জানালে তিনি তাকে এ খবর জানান।

 

তিনি আরো জানান, তারা পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ডকে জানিয়ে ট্রলারটি উদ্ধারের জন্য পাথরঘাটা ঘাট থেকে এফবি হাজেরা নামের একটি ট্রলার ২০ জন জেলেকে নিয়ে তাদেরকে উদ্ধারের জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, যে এলাকায় ট্রলারটি বিকল হয়েছে সেই স্থানটি আমাদের আওতার মধ্যে না হওয়ায় আমি মংলা কোস্টগার্ডকে বলে দিয়েছি। তারা উদ্ধারের জন্য নেমেছে।