এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরে বন্যা কবলিত একটি মানুষও গৃহহীন থাকবে না এ কথা উল্লেখ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বন্যা দুর্গত মানুষের পাশে দাড়িয়ে সব ধরনের সহায়তা প্রদান করছেন। বন্যায় দিনাজপুরের ন্যায় সারাদেশের মানুষ দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানুষের ফসল, গবাদী পশু, বাড়ী-ঘর, সহায় সম্পত্তি নষ্ট হয়েছে। সরকার আন্তরিকতার সাথে দুর্গত মানুষের ক্ষতি পূষিয়ে দিতে সর্বাত্মকভাবে কাজ করছেন।
দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের বলেয়া ন্যাজ্যারীণ মিশন মাঠ প্রাঙ্গনে ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন কাহারোল এরিয়া উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, ডি এস রেভঃ জেম্স বাড়ৈ, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী, ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যেজিৎ রায়, তারগা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, রসুলপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক পিযুষ অধিকারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ৫৮৫টি ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।