নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারের নামজুল মেডিকেলে অভিযান চালিয়ে অবৈধ ওষুধ জব্দসহ ফার্মেসির মালিক আল আমিনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান।
জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে নাজমুল মেডিকেলে অবৈধ ওষুধ বিক্রি করা হয়। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপপরিদর্শন একরামুল হোসেন ফোর্সসহ বদরগঞ্জ বাজারে নাজমুল মেডেকেলে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আশা বেশ কিছুম যৌন উত্তেজক ট্যাবলেট, গরু ও মানুষ মোটাতাজাকরণ ট্যাবলেটসহ খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ বেশ কিছু সরকারি ওষুধ উদ্ধার করে পুলিশ। এ সময় ফার্মেসির মালিক আল আমিন হোসেনকে নেওয়া হয় থানা হেফাজতে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ সব ওষুধের উৎস্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদসহ এ সিন্ডিকেটের সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খাঁন বদরগঞ্জ বাজারে নাজমুল মেডিকেলে অভিযান পরবর্তী অবৈধ ওষুধ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ সব অবৈধ ওষুধের বিষয়ে আরও অনুসন্ধান চলছে। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।