বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু

0
12

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গত তিন দিন আগে নাটোর থেকে নিজাম (৬০) ও তাঁর ছেলে খায়রুল (৩৫) আনন্দনগর গ্রামের জামির মালিথার বাড়িতে শ্রমিকের কাজ করতে আসেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে আনন্দনগর গ্রামের মাঠে ধান লাগানোর সময় আচমকা বজ্রপাতে পিতা নিজাম ঘটনাস্থলে ও ছেলে খায়রুল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ সময় খেতের মালিক জামির মালিথা (৪৫) আহত হন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।