ফেনসিডিল রাখায় যুবকের ৫ বছরের জেল

0
21

নিউজ ডেস্ক:মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রাসেল নামের এক যুবকের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল প্রথম আদালতের বিচারক এস এম আবদুস সালাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত শেখ রাসেল মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়ারঘাট গ্রামের রেজাউল হকের ছেলে। ২০১৭ সালে গাংনী থানার পুলিশ ৭৫ বোতল ফেনসিডিলসহ শেখ রাসেলকে আটক করে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা করা হয়। এ মামলায় মোট ৭ জন সাক্ষী তাঁদের স্বাক্ষ্য প্রদান করেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় তাঁকে আদালতে এ শাস্তি প্রদান করে। এ মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে অ্যাড. মারুফ আহম্মদ বিজন কৌশলী ছিলেন।