দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আসামিদের আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক সাজ্জাদ সারোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার রাত চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুন্সিপুর বিওপি টহল কমান্ডার নায়েক মো. জুলহাস ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত পীরপুরকুল্লা গ্রামের নরীপাড়া পাকা রাস্তার ওপর থেকে সাড়ে পাঁচ কেজি ভারতীয় গাঁজাসহ দুই যুবককে আটক করেছেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার ভাংগা উপজেলার পুকুরহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে আলামিন শেখ (৩২) ও দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের ছোরাত আলীর ছেলে সেলিম (৩০)। গাঁজাসহ আটক আসামিদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। একই দিন রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের মাঠ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এ দিকে গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের মালিতাপাড়া মাঠ থেকে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।