দামুড়হুদায় কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১১ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে বড়বলদিয়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। আটক হওয়া রহিমা খাতুন (৪৫) বড়বলদিয়া গ্রামের মাদ্রাসাপাড়ায় মনিরুলের স্ত্রী ও এলাকার চিহ্নিত নারী মাদক কারবারি হিসেবে পরিচিত।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) রওশন ফোর্স নিয়ে উপজেলার বড়বলদিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী চিহ্নিত মাদক কারবারি রহিমা খাতুনকে আটক করে পুলিশ। আটকের পর রহিমার বাড়ি তল্লাশি করে ১১১ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটক রহিমাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।