ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

0
12

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া থেকে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার সন্ধ্যায় আকন্দবাড়ীয়া মন্ডল পাড়া থেকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া ওই নারী মাদক ব্যবসায়ী একই এলাকার সবুরের স্ত্রী শোভারণ বেগম ওরফে শোভা (৫০)। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) খালিদ হোসেন ফোর্স নিয়ে আকন্দবাড়ীয়া মণ্ডলপাড়া এলাকায় নারী মাদক ব্যবসায়ী শোভার বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানকালে শোভাকে করা হয়। এ সময় তাঁর রান্না ঘরের সামনে থেকে একটি বস্তায় রাখা ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটক ওই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।