ফেনসিডিলসহ দামুড়হুদার শামীম আটক

0
7

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার টেংরামারী শুটিং মোড় থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ শামীম হোসেন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক হওয়া শামীম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার শিবনগর গ্রামের মহির উদ্দীনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে শামীম ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে মেহেরপুর সদর উপজেলার টেংরামারী শুটিং মোড়ে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজবাহুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাতাব ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। পরে সেখান থেকে শামীমকে ৫০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। শামীম হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।