স্কুলে করা হামলায় নিহত হয়েছেন স্কুল প্রাঙ্গণে আশ্রয় নেয়া ৫৩৯ জন।
জাতিসংঘ বুধবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিনির (ইউএনআরডব্লিউএ) ইউএনআরডব্লিউএ তথ্য অনুযায়ী, ৯ মাসের বেশি সময় ধরা চলা যুদ্ধে ৭০ শতাংশের বেশি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় স্কুল প্রাঙ্গণে আশ্রয় নেয়া ৫৩৯ জন নিহত হয়েছেন।
সংস্থাটি আরও জানিয়েছে, দেইর-আল-বালাহ’র অপর্যাপ্ত জ্বালানির কারণে ৭ লাখ বাসিন্দা সুপেয় পানির সংকটে ভুগছেন।