দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির পৃথক অভিযান
নিউজ ডেস্ক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, সার্জিক্যাল সুচ-সুতা, সিরিঞ্জ ও মদ উদ্ধার করেছে। গতকাল রবিবার ও গত শনিবার পৃথক অভিযান চালিয়ে এ সকল চোরাচালানী উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হোসেন স্বাক্ষরিত এত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রবিবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর গ্রামের মাঠ থেকে ১টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে ঠাকুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে তাজমুল হোসেন (২৫) ও আজমুল হোসেন (২০), চাকুলিয়া গ্রামের সালাউদ্দিনের ছেলে নেপাল (৩৫) ও পীরপুরকুল্লা গ্রামের নজরুল ইসলামের ছেলে আহসান আলীকে (২০) পলাতক আসামী করে হাবিলদার মো. আব্দুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে।
এদিকে, গত শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোষ্ট হতে ২৪০পিচ ভারতীয় সার্জিক্যাল সুচ-সুতা এবং ২টি সিরিঞ্জ (ইধৎফ গধী-ঈড়ৎব) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫৮ হাজার টাকা।
একইদিন দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাংগা গ্রামের আমবাগান থেকে ১৮ বোতল মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।
উদ্ধারকৃত ২৪০পিচ সার্জিক্যাল সুচ-সুতা, ২টি সিরিঞ্জ (ইধৎফ গধী-ঈড়ৎব), ১৮ বোতল মদ এবং ১টি গরুর সর্বমোট মুল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। উদ্ধারকৃত মদ, সার্জিক্যাল সুচ-সুতা, সিরিঞ্জ (ইধৎফ গধী-ঈড়ৎব) এবং গরু কাষ্টমস, থানায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।