মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গজনাইপুর ও পানিউমদা ইউনিয়নের গ্রাহকদের মধ্যে স্পট মিটারিং কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে প্রথম দিনে উভয় ইউনিয়নের ১৩৯ জন গ্রাহককে স্পট মিটারিং এর কার্যক্রম সেবা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী, যুবলীগ নেতা অনু আহমেদ, দৈনিক বিজয়ের বার্তা (অনলাইন) পত্রিকার সম্পাদক ছনি চৌধুরী, সহ সম্পাদক মোঃ সুমন আলী খাঁন প্রমূখ। নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী জানান, “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগান বাস্তবায়নে আমাদের গ্রাহক সেবা অব্যাহত রয়েছে। এই স্পট মিটারিং সেবার মাধ্যমের গ্রাহকরা প্রয়োজনীয় কাগজ দাখিল করে সঙ্গে সঙ্গে মিটার পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটি ইউনিয়নে একে একে স্পট মিটারিং কার্যক্রম অনুষ্ঠিত হবে।