আলিয়ারপুরে পুরষ্কার বিতরণকালে বিভাগীয় কমিশনার নুর-উর রহমান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে উক্ত প্রতিষ্ঠানে ছাত্র হিসেবে স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখন প্রতিযোগিতার যুগ। আর এ প্রতিযোতাই টিকে থাকতে হলে, ভালো পড়াশুনার বিকল্প নেই। বড় কিছু হতে হলে ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড়। তিনি মা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষিত জাতি গঠনে মায়ের ভূমিকা সবচাইতে বেশি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বদরগঞ্জ কামিল মাদরাসার সভাপতি শাওকাত হাসান, সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জুয়েল রানা, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন আহমেদ, সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম, বদরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, বদরগঞ্জ কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল মুজাহিদ, বদরগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি এএনএম আশিফ, অভিভাবক সদস্য মাশকুর রহমান, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, হাতেম আলি এবং অভিভাবকবৃন্দ। আলোচনার শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুল ইসলাম স্বপন।