পিইসিতে ছোটদের বড় সাফল্য, এগিয়ে মেয়েরা

0
12

জেএসসি-জেডিসিতে চুয়াডাঙ্গা জেলায় শীর্ষে সরকারি বালিকা ও ভি জে সরকারি উচ্চবিদ্যালয়
নিউজ ডেস্ক:বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল প্রাথমিক, ইবতেদায়ী শিক্ষা সমপাপনী ও জেএসসি-জেডিসি পরীক্ষার ফল। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সারা দেশে একযোগে প্রকাশিত হয় ফলাফল। এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। গতবারের চাইতে এ বছর ২ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৭৮ হাজার ৪২৯ জন, যা গত বছর ছিল ৬৮ হাজার ৯৫ জন। ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন। দুই স্তরে পাস করেছে মোট ২২ লাখ ৭৮ হাজার ২৭১ জন পরীক্ষার্থী। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। তাই এবার ছেলেদের তুলনায় পাসের হার ও জিপিএ-৫; উভয় ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
তথ্যমতে, চলতি বছরে ১১ লাখ ৯৫ হাজার ৮শ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। অপরদিকে, ১৪ লাখ ৬ হাজার ২৫৩ ছাত্রী অংশ নেয়। যেখানে ছাত্রদের তুলনায় ২ লাখ ১০ হাজার ৪৫৩ ছাত্রী বেশি অংশ নিয়েছে। ছাত্রদের মধ্যে ১০ লাখ ৪০ হাজার ৭৪২ জন পাস করেছে। অপরদিকে, মেয়েদের মধ্যে ১২ লাখ ৪৬ হাজার ৫২৯ জন পাস করেছে। এ বছর ছাত্রের তুলনায় ২ লাখ ৫ হাজার ৮৮৭ জন ছাত্রী বেশি পাস করেছে। এ বছর ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ০৩ শতাংশ। অপরদিকে ছাত্রীদের পাসের হার ৮৮ দশমিক ৬৪ শতাংশ। ছাত্রদের তুলনায় ১ দশমিক ৬১ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩২ হাজার ৫৪৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ হাজার ৮৮৩ জন। ফলে ছাত্রদের তুলনায় ১৩ হাজার ৩৩৭ জন ছাত্রী বেশি জিপিএ-৫ পেয়েছে।
চুয়াডাঙ্গা জেলায় এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীর মোট পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৩৬৮ জন। এরমধ্যে বালক পরীক্ষার্থী ছিলো ৮ হাজার ৬১৫ জন ও বালিকা ৯ হাজার ৭৫৩ জন। বালক ৮ হাজার ৪১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ হাজার ৮৮৪ জন পাস করেছে। অকৃতকার্য ৫৩৪ জন। মোট ৯ হাজার ৬০৯ জন বালিকা পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯ হাজার ২৯ জন পরীক্ষার্থী পাস করেছে। অকৃতকার্য হয়েছে ৫৮০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে বালক ৮৭৩ জন ও বালিকা ১ হাজার ৩২ জন পরীক্ষার্থী। পাসের হার বালক শতকরা ৯৩ দশমিক ৮২ ভাগ ও বালিকা ৩৪ দশমিক ০৫ ভাগ। মোট পাসের হার শতকরা ৯৩ দশমিক ৮২ ভাগ। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ১ হাজার ৫২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৬৮ জন। এরমধ্যে বালক ৭৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৬২৩ জন ও বালিকা ৭৪৪ জনের মধ্যে ৬৪৫ জন উত্তীর্ণ হয়েছে। শতকরা পাসের হার ৯৬ দশমিক ৯৪ ভাগ।
এদিকে, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে একইদিনে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে অষ্টম স্থানে রয়েছে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীরা। পাসের হার শতকরা ৮৯ দশমিক শূন্য ৯ ভাগ। এ বছর চুয়াডাঙ্গা জেলার চার উপজেলা থেকে পরীক্ষায় অংশ নেয় ১৭ হাজার ২৭৫ জন শিক্ষার্থী। এরমধ্যে বালক ৮ হাজার ২৯৮ জন ও বালিকা ৮ হাজার ৯৭৭ জন। পাস করেছে ৭ হাজার ৩৩৭ জন বালক ও ৮ হাজার ৫৩ জন বালিকা। মোট পাসের সংখ্যা ১৫ হাজার ৩৯০ জন।
এ বছরও চুয়াডাঙ্গা জেলার শীর্ষে রয়েছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২৫৯ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৫৮ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৮৬ জন। এ ছাড়াও এ গ্রেড পেয়েছে ১১২ জন পরীক্ষার্থী। অন্যদিকে জেলার ২য় অবস্থানে থাকা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৩০৪ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩০২ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৭৯ জন শিক্ষার্থী এবং এ গ্রেড পেয়েছে ১০৫ জন পরীক্ষার্থী।