নিউজ ডেস্ক:
বাংলাদেশের তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি শোক জানান।
শোক বার্তায় পুতিন প্রাকৃতিক দুর্যোগে নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, আপনাদের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন।
এছাড়া, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিতা এবং জাতিসংঘের ঢাকা আবাসিক সমন্বয়কারীর দফতরের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।
উল্লেখ্য, কয়েক দিনের টানা বৃষ্টিপাতে গত সোমবার (১২ জুন) দিবাগত রাত থেকে শুরু করে পরদিন পর্যন্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে প্রায় দেড়শ মানুষ প্রাণ হারিয়েছেন।