নিউজ ডেস্ক:
অতিবর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড় ধসে অনেক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুইডেনে দ্বিপক্ষীয় সফরের যাত্রায় বর্তমানে লন্ডনের পথে থাকা প্রধানমন্ত্রী পাহাড় ধসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানা যায়। পাহাড় ধসে আটকেপড়া মানুষদের দ্রুত উদ্ধার ও তাদের চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি নিহতদের দাফনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
অতিবর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে দু’জন সেনা কর্মকর্তাসহ প্রায় ৫০ জন নিহত হয়েছেন।