পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩০:২৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ হয়ে যাওয়া ফেরি চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘনকুয়াশায় দুর্ঘটনার আশঙ্কা থাকায় ভোর ৫টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ঘাটে শতাধিক যানবাহন আটকে পড়ে। এখন ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজন নিয়ন্ত্রণে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু!

আপডেট সময় : ১১:৩০:২৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ হয়ে যাওয়া ফেরি চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘনকুয়াশায় দুর্ঘটনার আশঙ্কা থাকায় ভোর ৫টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ঘাটে শতাধিক যানবাহন আটকে পড়ে। এখন ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজন নিয়ন্ত্রণে এসেছে।