গাইবান্ধা প্রতিনিধিঃ মোঃ বায়েজিদ –
মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে সড়কে জমিতে মার্কেট নির্মাণের সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগ। মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে গাইবান্ধা – পলাশবাড়ী আঞ্চলিক সড়কের জমিতে পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর আলহাজ্ব একরাম উদ্দিন দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের অর্থে অবৈধ ভাবে গড়ে তোলা মার্কেট অবশেষে ভেঙ্গে সরিয়ে নেওয়া হচ্ছে।
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল হতে সড়কের জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা মার্কেটটি ভেঙ্গে ফেলা কাজ চলমান রয়েছে ৷ সড়ক ও জনপদ বিভাগ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী নির্দেশে দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে মার্কেটটির সড়কের জায়গায় পড়ায় অবশেষে মাদ্রাসা কর্তৃপক্ষের নিজ উদ্যোগে সড়কের সীমানা পর্যন্ত মার্কেট ভেঙ্গে ফেলা হয়েছে৷ তবে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়ক হতে ১০ মিটার দুরত্বে স্থাপনা নির্মাণের নির্দেশনা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধু মাত্র সড়কের সীমানা পর্যন্ত এ অবৈধ মার্কেট সরিয়ে ফেলার কাজ করছেন নির্মান শ্রমিকগণ।
এবিষয়ে স্থানীয়রা বলেন ,সড়কের পাশে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ায় জনসাধারণের অনেক উপকার
হলো। তবে সড়কের জমি হতে মার্কেট সরানো হলেও মহামান্য হাইকোর্টের নির্দেশনা মানছে না মাদ্রাসার সুপার ও সংশ্লিষ্টরা। এছাড়াও অবৈধ ভাবে সড়কের জমিতে মার্কেট নির্মানের সংবাদ প্রকাশ করার কোয়ালিটি টিভি পরিবার ও গাইবান্ধায় দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান সর্বস্তরের জনসাধারণ।