নিউজ ডেস্ক:
জাপানকে পরমাণু অস্ত্র দিয়েই ধ্বংস করা হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। কিমের সাম্রাজ্যকে চাপের মুখে ফেলার প্রচেষ্টাতেই মঙ্গলবার কড়া বার্তা স্বরূপ এই হুমকি এসেছে বলে মনে করছে অনেকে৷উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ-এর বক্তব্য অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গত মাসে জাতিসংঘের মহাসম্মেলনে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র পরীক্ষার বিষয়ে পিছিয়ে আসার জন্য চাপ দেয়৷
গত অাগস্ট মাসের শেষের দিকেই জাপানের দিকে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে উত্তর কোরিয়া৷ যা জাপান অতিক্রম করে চলে যায়৷দক্ষিণ কোরিয় প্রশাসনের J-Alert warning system-এ ধরা পড়ে উত্তর কোরিয়ার এই মিসাইলটি৷ যদিও জাপানের কোন ক্ষতি হয়নি৷ দেখতে গেলে পুরো বছর ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গেছে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন৷ জাতিসংঘ, আমেরিকাসহ বিশ্বের একাধিক দেশের বিরোধিতা সত্ত্বেও কোন গ্রাহ্য করেনি তারা৷
তাই, কিমকে বার্তা দিয়ে দেশের উত্তরাংশে বাড়তি মিসাইল সিস্টেম বসায় জাপান৷জানা গেছে, দক্ষিণে হোক্কাইডো দ্বীপে বসান হয়েছে এই বাড়তি মিসাইল সিস্টেম৷ PAC-3 Ground Self-Defence Force ব্যবহার করা হচ্ছে হোক্কাইডোর এই অংশে৷ অন্য অংশে ব্যবহার করা হয়েছে Patriot Advanced Capability-3 মিসাইল সিস্টেম৷
উত্তর কোরিয়ার পরমাণু বিস্ফোরণ কর্মসূচি নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে দুনিয়ার সর্বত্র৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ষষ্ঠ পরমাণু বিস্ফোরণের মাত্রা গত পরীক্ষার থেকে ৯.৮ গুণ বেশি৷ যা এক মুহূর্তে উড়িয়ে দিতে পারে হিরোশিমা-নাগাসাকিতে নিক্ষেপ করা পরমাণু বোমাকে৷ উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে প্রবল কম্পন ছড়িয়ে পড়তেই আশঙ্কিত হয় দক্ষিণ কোরিয়া, জাপানসহ প্রাচ্যের বিভিন্ন দেশ ৷