নিউজ ডেস্ক:
বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। বিগত এক সপ্তাহে দেশের বিভিন্ন নদীতে পাহড়ি ঢল ও বৃষ্টিতে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হলেও পদ্মায় পানি বাড়ার খবর এই প্রথম।
গতকাল শুক্রবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার তিনটি গেজ স্টেশন (পানি পরিমাপের) পয়েন্টের মধ্যে একটি পয়েন্টে পদ্মা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার অনেক নিম্নাঞ্চল ও চরাঞ্চাল প্লাবিত হতে শুরু করেছে। আতঙ্ক দেখা দিয়েছে মানুষের মধ্যে।
গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর উপজেলার মহেন্দ্রপুর গেজ স্টেশন পয়েন্টে ৩৯ সেন্টিমিটির, পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে ৩৬ সেন্টিমিটার ও গোয়ালন্দে দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।