সোমবার (৩ জুন) এক বার্তায় এসব তথ্য জানায় সংস্থাটি।
বার্তায় জানানো হয়, অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় তেরোটি বাল্কহেড আটক, অবৈধ জালে মাছ ধরার জন্য চারটি নৌকা ও একটি স্পিডবোট জব্দ করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস, মাছ এতিমখানায় বিতরণ ও মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার ১৬ জন আসামির বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
সমুদ্র ও উপকূলবর্তী নদীতে ৬৫ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞাকালীন নৌ পুলিশ দায়িত্বপালনে তৎপর। নৌ পুলিশ বরফকল ও সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়মিত নজরদারিতে রাখছে।