জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ায় ঘটনায় এবার মাঠে নেমেছে ঝিনাইদহের শিক্ষাথীরা। নিরাপদ সড়কের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে সাধারণ ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১ পর্যন্ত শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে তারা। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৩০০ শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। এ সময় তাদের হাতে বিভিন্ন প্লাকার্ড দেখা যায়। নিরাপদ সড়কের দাবিতে ৯ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোস্তফা বিন মাসুদ, তৌহিদুল ইসলাম, নুসরাত জাহান নিশি, মাইতুয়া ফাইরিয়া, শরিফ হাসান প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল ও অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। আমাদের ৯ দফা দাবি অবিলম্বে পুরণ করতে হবে। সেই সাথে কালীগঞ্জে সড়কের পাশে যেসকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে স্পিড ব্রেকার দিতে হবে। এছাড়া কালীগঞ্জ হাসপাতাল সড়ক সংস্কারের দাবি জানায় তারা।