চুয়াডাঙ্গার ইসলামপাড়া থেকে বন্ধুদের সাথে মাথাভাঙ্গা নদীতে ট্রলার ভ্রমণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা পৌর এলাকা ইসলামপাড়া থেকে বন্ধুদের সাথে মাথাভাঙ্গা নদীতে ট্রলার ভ্রমনে যেয়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর মুন্সিগঞ্জ কান্তপুরের ব্রিজের নিকট থেকে মেহেদি (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় ইসলামপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রাতেই জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। নিহত স্কুলছাত্র চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার হেলালের ছেলে ও ঢাকা আশুলিয়ার একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি ট্রলারযোগে ৬০ জন বন্ধু মিলে মাথাভাঙ্গা নদী ভ্রমণের উদ্দেশ্য বের হয়। ভ্রমণ শেষে ফেরার পর আলমডাঙ্গার মুন্সিগঞ্জ গো’হাট নতুন ব্রীজের নিকট সবাই এক সাথে দুপুরের খাবার খায় ও গোসল করে। তারপর থেকে মেহেদী হাসান নিখোঁজ হয়। পরে তার বন্ধুরা দীর্ঘ সময় খোঁজাখুজি করে না পেয়ে রাতে বাড়ি ফেরে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবারো পরিবারের সদস্যাসহ তার বন্ধুরা মিলে বিভিন্ন স্থানে খুঁজে মেহেদিকে না পেয়ে হতাশ হয়ে চলে আসে। বিকালে কান্তপুর ব্রিজের নিকট স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্প ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। খবর পেয়ে মেহেদি হাসানের পরিবারের সদস্য মুন্সিগঞ্জ এসে মেহেদির লাশ সনাক্ত করে। পরে পুলিশ লাশ মেহেদির পরিবারের নিকট হস্থান্তর করেন। মেহেদির অকাল মৃত্যুতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। একমাত্র সন্তান মেহেদিকে হারিয়ে মা-বাবা পাগল প্রায়। মেহেদি ঢাকা আশুলিয়ার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র। গত ৪/৫ মাস আগে পারিবারিক সমস্যার কারণে মেহেদিকে নিয়ে তার মা চুয়াডাঙ্গা ইসলামপাড়ায় নানির বাড়িতে চলে আসে। তখন থেকে ঢাকাতে আর ফেরেনি মেহেদি। এদিকে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পুরাতন কবরস্থান মসজিদে জানাযা শেষে পুরাতন কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।