নিউজ ডেস্ক: নিখোঁজের ৫ দিন পর চুয়াডাঙ্গা গাড়াবাড়ীয়ার সাইফুল ইসলামকে (৩০) উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলার হিজলগাড়ীর ‘স’ মিলের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামের গড়াইপাড়ার শাজিম ইসলামের ছেলে। সাইফুল ইসলামের পরিবার জানায়, গত বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজার হতে নিখোঁজ হয় সাইফুল। পরে তার পরিবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরিবারের লোকজনদের ধারণা সাইফুল ইসলামকে অপহরণ করা হয়েছিল। সাইফুলের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল অপহরণকারীরা নিয়ে গেছে বলে অভিযোগ করে সাইফুলের পরিবার। তারা আরও জানান, সোমবার ভোরে তাদের ফোনে একটি কল আসে। তখন তারা জানতে পারে, সাইফুল ইসলামকে উদ্ধার করা হয়েছে এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা সাইফুল ইসলামকে হিজালগাড়ী একটি ‘স’ মিলের পাশে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে চুয়াডাঙ্গা সদর থানা ও হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুল ইসলামকে রাজশাহী রেফার্ড করে।