মেহেরপুরে তুলা জিনিং করা মেশিনে মাথার চুল পেঁচিয়ে
নিউজ ডেস্ক:মেহেরপুরে তুলা জিনিং করা মেশিনে মাথার চুল পেঁচিয়ে দিপালী খাতুন (৩৫) নাামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর বিসিক শিল্পনগরীর একটি তুলা জিনিং মিলে এ ঘটনা ঘটে। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কন্যাসন্তানের জননী নিহত দিপালী খাতুন মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার আব্দুল হামিদের স্ত্রী। তবে শহরের মিয়া পাড়ায় তাঁরা ভাড়া বাসাতে বসবাস করতেন।
তুলা জিনিং কারখানার অপর এক শ্রমিক ইসমত আরা বলেন, ‘প্রতিদিনের ন্যায় আজকেও দিপালী কাজ করছিল। দুপুরের খাওয়ার সময় আমি দিপালীকে খাওয়ার জন্য বললে সে আমাকে বলে, তুমি খাও, আমি পরে খাচ্ছি। এরপর কারখানার ভেতর থেকে মৃদু শব্দ শুনতে পাই। সেখানে গিয়ে দেখি, দিপালী মেঝেতে পড়ে আছে এবং তার পিছনের চুল উঠে গিয়ে রক্তক্ষরণ হচ্ছে। পরে আমি চিৎকার দিলে পাশের কারখানার শ্রমিকেরা ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দিপালীকে মৃত ঘোষণা করে।’
মৃত্যুর ঘটনার পর বিসিকের শ্রমিকেরা মৃতদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান। এ ঘটনায় তুলা জিনিং কারখানার মালিক কুষ্টিয়ার রিপন লাপাত্তা রয়েছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ দিকে নিহত দিপালীর চাচা আরাফাত আলী অভিযোগ করে বলেন, যদি দিপালীর দুর্ঘটনায় মৃত্যু হয়, তাহলে মালিকসহ অন্য শ্রমিকেরা কেনো পালিয়ে যাবেন। ঘটনার সুষ্ঠু তদন্ত হলে আসল সত্যি বেরিয়ে আসবে।