রিপোর্ট : ইমাম বিমান।
আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝালকাঠি জেলা প্রশাসক মো: হামিদুল হক এর সভাপতিত্বে
৯ ডিসেম্বর শনিবার দুপুরে ঝালকাঠিতে জয়িতা অন্বেষণে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন অামু এমপি এসব কথা বলেন।
এ সময় শিল্পমন্ত্রী অামু বলেছেন, বহু বছর পূর্বে মাতৃ গং বলে একটি কথা ছিলো। মায়ের নামেই সবাই পরিচিত হতো। পরে তা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে বাবার নামের সাথে মায়ের নাম সন্বিবিশিত করে এই দেশে মাতৃ জাতিকে সম্মানিত করেছে। স্কুল কলেজে ভর্তিসহ চাকরি সহ সব ক্ষেত্রে বাবার নাম দেয়া হতো। এখন বাবার নামের পাশাপাশি মায়ের নাম দিতে হবে। এটা শেখ হাসিনার অবদান। শিল্পমন্ত্রী অালহাজ্ব অামির হোসেন অামু এম পি আরও বলেন, নারী উদ্যোক্তাদের সৃষ্টির লক্ষে বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রনালয় এসএমই ফাউন্ডেশন করে ওয়ান ডিজিটে ব্যাংক লোন দেয়া এবং বিশেষ ভাবে বিসিকে প্লট বরাদ্দ দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জয়িতাকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের ৫ শতাধিক নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রি’র পক্ষ থেকে শিল্পমন্ত্রীকে সম্ভর্ধনা দিয়েছে। বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নে শাহ বারেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমু।