রফিকুল ইসলাম রফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দক্ষিন কয়রাটি গ্রামের শান্তা আক্তার নামে তিন বছরের কন্যা হত্যার মামলায় পিতা নাজিম উদ্দিনকে এক দিনের রিমান্ড মুঞ্জুর করেন আদালত। বুধবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে ৭দিনের রিমান্ড চেয়ে আবেদন করে থানা পুলিশ। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর শুনানি শেষে বিজ্ঞ আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, খড়ের স্তোপের নিচ থেকে মঙ্গলবার সকালে নান্দাইল থানা পুলিশ ওই কন্যা শিশুটির লাশ উদ্ধার করে। নান্দাইল থানার অফিসার ইনচার্জ মো. ইউনুস আলী জানান, নাজিম উদ্দিনকে ৭ দিনের রিমান্ড চেয়ে জেল হাজতে প্রেরণ করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।