রফিকুল ইসলাম ,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারী পরোয়ানা জারি করায় বিএনপি নেতা ইয়াসের খাঁন চৌধুরীর নেতৃাত্বাধীন ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের যৌথ উদ্দ্যোগে বুধবার (১১ই অক্টোবর) নতুন বাজার দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মফিজুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক টিপু সুলতান, পৌর ছাত্রদল সভাপতি মাজহারুল ইসলাম ও জেলা ছাত্রদল নেতা শাকিল মাহমুদ।