নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার উপজেলা পরিষদ চত্বরে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” কমিটির পরিচিতি উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিদূত কেন্দ্রীয় কমান্ডের কার্যনির্বাহী সদস্য ডা. জাকির হোসেন প্রধান আলোচক, কেন্দ্রীয় কমিটির নেতা মো. শেখ রাসেদুল হাসান হীরা, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষক মোঃ উজ্জল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী গাজী আব্দুস সালাম ভূইয়া বীর প্রতীক, সাবেক কমান্ডার মো. মাজহারুল হক ফকির, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান, মো. মশিউর রহমান বিপ্লব, মো. এফ আলম সোহেল খান, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠিনক সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সেক্রেটারী শামছ-ই-তাবরীজ রায়হান, নান্দাইল শাখার আহ্বায়ক শাহ আলম, একেএম গোলাম মোস্তফা সরকার, আব্দুল কাদের, কামরুজ্জামান সবুজ, নুরুল করিম আহম্মদ জন্টু, মাহমুদুল হক সৌরভ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নান্দাইল কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সকল অতিথিদের মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।