আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা
নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় কয়েকটি দোকানির কাছ থেকে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। এ সময় বাজারের ডিএম টেইলার্সের মালিক কাবিল উদ্দিনকে কাঠের মাপকাঠি দিয়ে কাপড় মাপায় এক হাজার টাকা, আজাদ স্টোরে নিমকি ও চানাচুর ভাজার প্যাকেটে প্রতিষ্ঠান মালিকের সিল না থাকায় এক হাজার টাকা, মাফুজ চাউল ভা-ারে স্কেলের বিএসটিআই অনুমোদন না থাকায় তিন হাজার টাকা, আলমগীর স্টোরে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অপরাধে ওজন ও পরিমাপ মানদ- আইনের ২০১৮-এর ২৪(৭) ও ৩২ (১) অনুযায়ী ২ হাজার ৫ শ টাকা এবং দেবশিষ শর্মাকে ২০১৮-এর ৩২(১) ৪৮, আইনে ১ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়।