মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের নলডাঙ্গায় শামীম রেজা (২৫) নামে এক যুবক ৫দিন যাবত নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ শামীম রেজা জেলার নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামের মৃত শফিউদ্দিন সরদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে জানানো হয়, গত বুধবার (৫ই সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে কাজের সন্ধানে থেকে বের হয়ে পরে আর বাড়ি ফিরে আসেন নি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে শামীমের কোন সন্ধান পাওয়া না গেলে গত শুক্রবার (৭ই সেপ্টেম্বর) নলডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে যাহার নং- ২৫৫।
পরিবারের বরাত দিয়ে আরও জানানো হয়, শামীম রেজা গাক এনজিও নাটোরের হাতিয়ানদাহ শাখায় মাঠ কর্মী হিসেবে কাজ করতেন, বিগত ৬মাস আগে চাকুরী ছেড়ে দেন। পরবর্তীতে এনজিওটিতে পুনরায় চাকুরীর জন্য কথাবার্তা বলছিলেন সেজন্য প্রতিদিনই নাটোরে আসতেন। গত ৫ই সেপ্টেম্বর এনজিওতে কথাবার্তা বলতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেন নি। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সহযোগীতা কামনা করা হয়েছে।
এবিষয়ে গাক এনজিও হাতিয়ানদাহ শাখার ম্যানেজার ইনতিয়াজ আহমেদ বলেন, শামীম রেজা আমাদের গাক এনজিওতে চাকুরী করতো বিগত ৭/৮ মাস আগে ইস্তফা দিয়ে চলে গেছেন। আমি এই শাখায় মাস দুয়েক আগে এসেছি ও আমি আশার পরে তাকে কোনদিন তাকে দেখিনাই এবং আমার সাথে তার কোন চাকুরীর বিষয়ে কথা বলেন নাই। তাই আমি কিছু জানিনা।
এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার বলেন, সাধারণ ডায়েরী করা হয়েছে, আমাদের দিক থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায় নাই।