মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটনের সাথে ফুলের শুভেচ্ছ প্রদান করেছেন পৌরসভা কর্মচারী ইউনিয়ন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে শহীদ রিপন টাওয়ারে এ ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিউদ্দিন, সাধারন সম্পাদক মহাসিন আলী, স্টোর কিপার রাকিবুল ইসলাম মিঠু, ক্যাশিয়ার মহাদ্দেস হোসেন স্টাফ মিজানুর রহমান, রোকনুজ্জামানসহ কর্মচারীবৃন্দরা। পরে নব নির্বাচিত মেয়রকে মিষ্টিমুখ করান তারা। পরে নব-নির্বাচিত মেয়রকে মিষ্টিমুখ করান ইউনিয়নের নেতৃবৃন্দরা।