নিউজ ডেস্ক:
নতুন ল্যাপটপ ‘ক্লাউডবুক’ আনছে মাইক্রোসফট। আগামী ২ মে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য শিক্ষা সম্পর্কিত সফটওয়্যার ও হার্ডওয়্যার ইভেন্টে মাইক্রোসফট এই ল্যাপটপ উন্মোচন করতে পারে। ল্যাপটপটির নাম ‘ক্লাউডবুক’ হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এটি মাইক্রোসফট সার্ফেস বুক ল্যাপটপের মত এত হাই-কনফিগারেশনের হবেনা, বরং মধ্যম ক্ষমতার এই ডিভাইসের দামও হবে মধ্যম ঘরানার।
ল্যাপটপটি উইন্ডোজ ১০ ক্লাউড অপারেটিং সিস্টেম নিয়ে আসবে। যেটি ডিফল্টভাবে শুধুমাত্র উইন্ডোজ স্টোরে প্রাপ্ত অ্যাপস চালাতে সক্ষম হবে- যদিও এতে এই ডিফল্ট সেটিংস পরিবর্তন করার সুযোগও থাকতে পারে।