নতুন করে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক নারী আইসোলেশন

0
27

নিউজ ডেস্ক:

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক নারীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। রবিবার গভীর রাতে ওই নারী জ্বর ও ঠান্ডা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের আনলে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, সদর উপজেলার আলুকদিয়া গ্রামের ৩০ বছর বয়সী ওই নারী বেশ কয়েকদিন ধরেই জ্বর, ঠান্ডায় ভুগছেন। রবিবার রাতে তার স্বামী তাকে হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষায় করোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে। এ কারণে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়।
আজ সোমবার রাতে তার শরীরের রক্ত সংগ্রহ করে ঢাকাতে আইইডিসিআরে পাঠানো হবে। সেখানে পরীক্ষার পরই জানা যাবে ওই নারী করোনা আক্রান্ত কিনা।
এর আগে ১৯ মার্চ চুয়াডাঙ্গাতে প্রথম ইতালি ফেরত এক যুবকের শরীরে করোনা ধরা পড়ে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।