ধানের বস্তা চাপায় শ্রমিকের মৃত্যু!

0
14

নিউজ ডেস্ক:জীবননগরে সততা অটো রাইস মিলে ধানের বস্তা চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাতাল শ্রমিক পেয়ারাতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে নিজাম উদ্দিন (৩৩)। মিলের শ্রমিক নাসির বলেন, বৃহস্পতিবার রাতে নিজাম ধানের লট থেকে বস্তা পাড়তে গেলে ধানের ৩৫টি বস্তা তাঁর গায়ের ওপর পড়ে। এ সময় সব শ্রমিক তাঁর শরীর থেকে বস্তা সরিয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। মনোহরপুর ইউপি সদস্য রিপন মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সততা অটো রাইস মিলে দুর্ঘটনা ঘটেছে, এ সংবাদ শোনামাত্র আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে পরিবারের একমাত্র আয়ের উৎস নিজামের মৃত্যু হওয়ায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।