বাংলাদেশের নারী ফুটবল দলের সাফল্য অব্যাহত। টানা দুইবার সাফের শিরোপা জিতে প্রশংসায় ভাসছেন তারা, এবং এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঋতুপর্ণা চাকমা।
নেপালের বিপক্ষে ফাইনালে তিনি গোল করেছেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও অর্জন করেছেন। এই সাফল্যের পর ঋতুপর্ণাকে নিয়ে চারপাশে আলোচনা চলছে এবং তাকে বিভিন্ন সংবর্ধনা দেওয়া হচ্ছে।
এর মধ্যেই তিনি একটি সুখবর জানিয়েছেন। তিনি নাকি ভারত ও ইউরোপের দুটি ক্লাবের পক্ষ থেকে খেলার প্রস্তাব পেয়েছেন।
যদিও বাংলাদেশের নারী ফুটবলারদের ভারত থেকে প্রস্তাব পাওয়ার ঘটনা নতুন নয়, তবে ইউরোপ থেকে ডাক পাওয়ার বিষয়টি বিশেষ।
এ বিষয়ে ঋতুপর্ণা জানিয়েছেন, “সাফ চলাকালীন আমি ভারত ও ইউরোপের দুটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি।” তবে তিনি এখনই ইউরোপের ক্লাবের নাম প্রকাশ করতে চাননি।
তিনি আরও বলেছেন, “এখনই এটা বলা সম্ভব নয়। সব কিছু নিশ্চিত হলে আনুষ্ঠানিকভাবে জানাব। তবে ভারতের যে ক্লাবে সাবিনা আপু গত বছর খেলেছেন, সেখান থেকে একটি প্রস্তাব এসেছে।”
জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ২০১৮ সালে ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছেন এবং গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে মাঠে ছিলেন।