নিউজ ডেস্ক:
লেনদেনের সাপ্তাহিক তথ্য-পরিসংখ্যান পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৫০৪ কোটি ৮৯ লাখ টাকার মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। আগের সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ছিলো ২ হাজার ৯০৩ কোটি ৯০ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়ে ৭২৫ কোটি ৯৭ লাখ টাকা থেকে বেড়ে এক হাজার ১২৬ কোটি ২২ লাখ টাকায় উন্নীত হয়। আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়ে হয়েছে ৫৫ দশমিক ১৩ শতাংশ।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর অবস্থান দাঁড়ায় ৪ হাজার ৩৬৪ দশমিক ৮৩ পয়েন্ট। সপ্তাহের শুরুতে সূচকটির অবস্থান ছিলো ৪ হাজার ২১৪ দশমিক ৪৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৫০ দশমিক ৪০ পয়েন্ট বা ৩ দশমিক ৫৬ শতাংশ।
ডিএসইর সেরা ৩০ কোম্পানির সূচক ডিএসই-৩০ এক সপ্তাহের ব্যবধানে ১ হাজার ৪২০ দশমিক ৬৪ পয়েন্ট থেকে ১ হাজার ৪৭৫ দশমিক ৮৮ পয়েন্টে উঠে আসে। ডিএসই শরীয়াহ সূচক ডিএসইএস ৯৭৬ দশমিক ৫০ পয়েন্ট থেকে বেড়ে হয়েছে এক হাজার ১১ দশমিক ১১ পয়েন্ট। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮২টির, ৫৯ টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ১৮ টি কোম্পানির শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত।