নিউজ ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা নিয়ে খালেদা জিয়ার ভিশনে কিছুই নেই। এ দেশে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতা করছে বিএনপি। খালেদা জিয়ার এই ভিশনের মাধ্যমে এটাই তারা প্রমাণ করে দিয়েছে। গতকাল রাজধানীর মহানগর নাট্য মঞ্চের কাজী বশির উদ্দিন মিলনায়তনে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) একটি আধুনিক পদ্ধতি। এটি ব্যবহার করা হলে প্রযুক্তিগতভাবে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তাব করেছেন। আর আমরাও তা সমর্থন করেছি।
ওবায়দুল কাদের আরও বলেন, যেভাবে পৃথিবীর অন্য দেশগুলোতে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করে, সেভাবেই সরকার দায়িত্ব পালন করবে। আর নির্বাচন সরকারের নয়, নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে।