নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরের আরাম পাড়াই মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে পতিপক্ষকে মারার জন্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার সময় কালাম(২২) ও হাফিজ ওরফে সাকিব (১৮) নামে দু’জনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার সন্ধা ৭টার দিকে মাছ পট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে থানা পুলিশ বাদী হয়ে আটককৃত আসামীসহ আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করে। আটককৃতদের আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই ওহিদুল ইসলাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাছপট্টি এলাকায় বেশ কিছু ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টেরপেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হল- একাধিক মামলার আসামী আরাম পাড়ার মোবারেক এর ছেলে কালাম ও ওমর আলীর ছেলে হাফিজ ওরফে সাকিব ওরফে বাহারুল।
মোবাইল নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে প্রতিপক্ষ এহসান নামে একজনকে মারার জন্য এরা দেশীয় অস্ত্রের মহড়া নিয়ে ঘটনাস্থলে মহড়া দেয় বলে জানায় পুলিশ। পরে আটককৃত আসামীদের সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে আটক দু’জনসহ ৭/৮জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেছে। আজ আটককৃতদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।