মুন্সিগঞ্জ পুটিমারীতে প্রবাসীর বাড়িতে ছিনতাই চেষ্টা : মুখে কালি আর হাতে ধারালো
চুয়াডাঙ্গা প্রতিনিধি: ডাকাতির আতঙ্কে রাত জেগে সারাগ্রাম জুড়ে পাহারা চলছে, তারই মাঝে আলমডাঙ্গার পুটিমারী গ্রামে সংসারে ঋণের বোঝা বাড়ায় মালয়েশিয়া প্রবাসীদের বাড়িতে মহিলা বুলবুলি পুরুষ সেজে ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়দের হাতে আটক হয়েছে। পরে স্থানীয়রা চোর বুলবুলিকে তার স্বামীর নিকট সকলে বসে একটি মিমাংসা করা হবে শর্তে হস্তান্তর করলেও বাড়ি ছেড়ে পালিয়ে যায় বুলবুলি। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। বুলবুলি খাতুন পুটিমারী গ্রামের শুকুর আলীর স্ত্রী।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের পুটিমারী গ্রামের শুকুর আলীর স্ত্রী বুলবুলি খাতুন গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী হবিবারের স্ত্রী লাবনীর বাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্য যায়। লাবনী ঘরের মধ্যে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো এমনতাবস্থায় শুকুরের স্ত্রী বুলবুলি জিন্সের প্যান্ট, ফুল হাতা সার্ট, মুখে কালো কালি মেখে হাতে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে লাবনীকে বিদেশ থেকে পাঠানো টাকা দিতে বলে। এসময় লাবনীর শাশুড়ী নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বুলবুলিকে ধাক্কা দিলে সে পড়ে যায়। পরে তাদের চিৎকারে বুলবুলি মাঠের মধ্যে অবস্থান নেয় এবং স্থানীয়রা ঘটনাটি শুনে মাঠজুড়ে খোজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বুলবুলি গ্রামবাসীর হাতে আটক হয়। এসময় তার কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, এই বুলবুলি কি ডাকাত দলের সাথে সম্প্ক্তৃ আছে। এলাকাজুড়ে যখন গ্রামজুড়ে আতঙ্ক-সারারাত জেগে পাহারা চলছে, ঠিক তখনি রাতের আধারে প্রবাসীর বাড়িতে ছিনতাইয়ের চেষ্টা সাধারন গ্রামবাসীর সন্দেহ বাড়িয়েছে বৈকি?
এই ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বুলবুলিকে আটক করা হয়েছে।