1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
দুর্নীতি সূচকে বাংলাদেশের উন্নতি : বাস্তবতা কী? | Nilkontho
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | শুক্রবার | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু সরকার স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে ২০২৫ সাল নাগাদ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে : রিজওয়ানা হাসান শ্রমিকরা বেতন পেলেন , আগামীকাল খুলবে কারখানা অন্তর্বর্তী সরকার সংবাদপত্র, মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করেছে : নাহিদ ইসলামের দৃষ্টিতে চুরির মাল কেনাবেচা মাধবপুরে যুবদল নেতার উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার মির্জাপুরে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ ৬৮ লক্ষাধিক টাকা জব্দ হাসিনা ও তাপসদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানরা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ বাড়ছে সেনাদের চট্টগ্রামে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, আহত ১২ ধেয়ে আসছে ২ ঘূর্ণিঝড় করোনা টিকাবিরোধী কেনেডিই হচ্ছেন ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে পরিস্থিতি হবে ভয়াবহ ভারতে এক কেজি স্বর্ণ পাচার করছিলেন ট্রাকচালক তুলসী গ্যাবার্ড আমেরিকার গোয়েন্দা বিভাগের নতুন প্রধান মন্দ কাজ থেকে অন্তরকে পরিশুদ্ধ রাখার উপায় ঝিনাইদহে পুকুরে ছাত্রের মরদেহ, পরিবারের দাবি হত্যা রাষ্ট্রদূতদের নিয়ে নেতিবাচক প্রচারে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে: পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে পুলিশে দিল জনতা

দুর্নীতি সূচকে বাংলাদেশের উন্নতি : বাস্তবতা কী?

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক: দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এ বছরের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থানের দুই ধাপ অগ্রগতি হয়েছে।

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান এসেছে ১৪৩ নম্বরে। গত বছর ১৪৫ নম্বরে ছিল বাংলাদেশের অবস্থান।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, দুই এক ধাপ করে উন্নতি কোনোভাবেই সন্তোষজনক নয় এবং সেটাও খুবই ধীরগতিতে হচ্ছে।

বিশ্লেষকরা পরিস্থিতির জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবের পাশাপাশি সমাজে অনেক ক্ষেত্রে নৈতিকতার অবক্ষয়ের কথাও বলছেন।

দুর্নীতির বিরুদ্ধে প্রচারণা বা আন্দোলন কি তাহলে সেভাবে ভূমিকা রাখতে পারছে না, অনেক ক্ষেত্রে অনিয়মই কী নিয়ম হয়ে দাঁড়াচ্ছে, এসব প্রশ্নও এখন উঠছে।

বাংলাদেশে যে খাতগুলোকে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়, তার মধ্যে ভূমি একটি। ঢাকার তেজগাঁও এলাকায় ভূমি রেজিস্ট্রেশনের কার্যালয়ে গিয়ে অনেক মানুষের ভিড় দেখা গেল।

তারা জমি, বাড়ি কিংবা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে এসেছেন। তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলছিলেন, ‘আমি জমি রেজিস্ট্রেশন করতে এসে ঘুরেছি কয়েকদিন। স্বাভাবিক নিয়মে আমার ফাইল বা কাগজপত্র নড়াচড়া করেনি।’

‘তারপর কিছু অর্থ দেয়ার পর আমার কাজ দ্রুত হয়েছে। আমার অভিজ্ঞতা হচ্ছে, জমি রেজিস্ট্রেশনে সরকার নির্ধারিত ফি’র বাইরে বাড়তি অর্থ দিয়ে কাজ করানো একটা সিস্টেম হয়েছে।’

ভূমি কার্যালয়ে আরও কয়েকজনের সাথে কথা বলে তাদেরও একই রকম অভিজ্ঞতার কথা জানা যায়। তারা যেন এটা একটা সিস্টেম হিসেবে মেনে নিয়েছেন।

ভুক্তভোগী এই মানুষগুলোর অনেকের কাছে দুর্নীতিবিরোধী সংস্থার সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতির খবরকে আশ্চর্যজনক মনে হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপটারের ইফতেখারুজ্জামান মনে করেন, দুই এক ধাপ করে এই অগ্রগতিও ধীর গতিতে হচ্ছে। এজন্য তিনি সরকারগুলোর রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই তিনি বড় বাধা হিসেবে দেখেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বে দুর্নীতির এই ধারণা সূচক প্রকাশ করছে ১৯৯৫ সাল থেকে। সংস্থাটি ২০০১ সালে বাংলাদেশকে তাদের গবেষণা প্রতিবেদনের আওতায় আনে।

সেই প্রথম দফাতেই দুর্নীতিগ্রস্ত দেশগুলোর শীর্ষে অবস্থান হয়েছিল বাংলাদেশের। পর পর পাঁচ বছর সেই শীর্ষ অবস্থানই বহাল ছিল।

২০০৬ সাল থেকে এক দুই ধাপ করে বাংলাদেশের অবস্থানের অগ্রগতি হচ্ছে। কিন্তু সেটা সন্তুষ্টির নয় বলেই বলা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সায়মা হক দুর্নীতির বিরুদ্ধে কাজ করেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির ক্ষেত্রে জবাবদিহিতার অভাব এবং সামাজের অনেক ক্ষেত্রে নৈতিকতার অবক্ষয়কে বড় সমস্যা মনে করেন।

সায়মা হকের কথায়, ‘জবাবদিহিতার অভাবের কথা যদি বলি, একটা উদাহরণ দেই, প্রতি বছর বাজেটের আগে আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির কত টাকা খরচ হল বা হয়নি, এনিয়ে আমরা অনেক কথা বলে থাকি। কিন্তু এর আওতায় নেয়া প্রকল্পগুলোর পারফরমেন্স নিয়ে কথা বলি না। প্রাতিষ্ঠানিকভাবে সচ্ছ্বতা আনা না গেলে দুর্নীতি কমবে না।’

তিনি আরও বলছেন, ‘সামাজিক মূল্যবোধ বা সামাজিক নৈতিকতা, এগুলোরও সমস্যা আমরা দেখছি।এবং একটা বাচ্চা ছোটবেলা থেকে পরিবার থেকে কী শিক্ষা পাচ্ছে? স্কুল থেকেই বা কী ধরনের শিক্ষা পাচ্ছে, সে বিষয়গুলোরই প্রভাব হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি।’

দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদও মানুষের সচেতনতা সৃষ্টির বিষয়কে সামনে এনেছেন।

‘শুধু দুদক বা মিডিয়া বা দুয়েকটা স্টেকহোল্ডারকে নিয়ে আসলে দুর্নীতি দমন বা কমানো সম্ভব নয়। সকলের জাতীয়ভাবেই একটা সম্মিলিত প্রয়াস নিতে হবে।’

দুদকের চেয়ারম্যান মি. মাহমুদ আরও বলেছেন, ‘আমরা যা বলি, আমরা তা বিশ্বাস করি কি না? আমরা যা বিশ্বাস করি, তা বলি কি না, এই যে সমাজে চারিদিকে এরকম একটা চিত্র!’

‘এই প্রশ্নে আমার ব্যক্তিগত মত হচ্ছে, প্রাইমারি এবং হাইস্কুলের শিক্ষাটা যদি আমরা আর একটু পরিচ্ছন্ন বা কোয়ালিটিসম্পন্ন করতে পারি, তাহলে দুর্নীতি কমানো সম্ভব হবে। এটা আমি মনে করি।’

তবে সহসাই যে এসব প্রশ্নে পরিবর্তন সম্ভব, সেটা বিশ্লেষকরা মনে করেন না।

প্রতিবেদন : কাদির কল্লোল, বিবিসি বাংলা, ঢাকা

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৫৩
  • ৩:৪৩
  • ৫:২২
  • ৬:৩৮
  • ৬:১৯

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০