চুয়াডাঙ্গায় টিভিতে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার সময় মদ্যপ পলাশের কা-
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় মদ্যপ অবস্থায় দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে ইসলামপাড়া মাদ্রাসা মোড়ের রকির চায়ের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা বাগানপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি মানিক হোসেন (২৪) ও একই এলাকার ইন্নার ছেলে নওয়াজ শরিফ (২৫)। এ ঘটনায় ইসলামপাড়ার মানিক আলীর ছেলে মাতাল অবস্থায় থাকা পাইপ মিস্ত্রি পলাশকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মাদ্রাসা মোড়ের রকির চায়ের দোকানে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের খেলা দেখছিল মানিক, নওয়াজসহ আরও অনেকে। রাত ১১টার দিকে হঠাৎ পলাশ ওরফে তারকাটা পলাশ ওরফে মাতাল পলাশ একটি ধারালো দা দিয়ে পিছন থেকে মানিকের মাথায় কোপ মেরে দৌড় দেন। এ সময় নওয়াজ দৌড়ে পলাশকে ধরতে গেলে নওয়াজের হাতেও একটি কোপ মারেন পলাশ। এ সময় রক্তাক্ত জখম অবস্থায় মানিক ও নওয়াজকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় ব্যক্তিরা। এ দিকে অন্যরা পলাশকে পাকড়াও করে গণধোলাই দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত পলাশকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় ব্যক্তিরা আরও জানান, মানিক অত্যন্ত ভালো ছেলে। কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। পলাশ মদ্যপ অবস্থায় মানিকের ওপর আচমকা হামলা চালায়।
অভিযুক্ত পলাশের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। আমি দোকানে ক্রিকেট খেলা দেখছিলাম, এমন সময় দোকানের সবাই আমাকে মারতে থাকে। কেন মেরেছে জানি না। আমি কাউকে মারিনি।’
এ দিকে এ ঘটনায় হাসপাতালে ভিড় করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম জানান, মানিকের মাথার পিছনের অংশ ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখমসহ মাথার চামড়া ও খুলি বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে। তাঁকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে। এ ছাড়া নওয়াজ নামের আরেক যুবককেও চিকিৎসা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, ‘আমরা জানতে পেরেছি, ইসলামপাড়ার রকির চায়ের দোকানে খেলা দেখার সময় মানিক নামের একজনকে পিছন থেকে কোপ দেয় পলাশ। ঘটনাস্থল থেকে পলাশকে আটক করা হয়েছে এবং তাঁর ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার নেপথ্যের কারণ কী, তা এখনো জানা যায়নি।’