এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়-এর সহকারি পরিচালক মোঃ রাজিউর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে এবং উপ-পরির্দশক মোঃ হেলাল উদ্দীননের নেতৃত্বে একটি অপারেশনাল টিম ২৫ নভেম্বর রবিবার সন্ধায় দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার মৃত মনির উদ্দীন এর পুত্র মোঃ আমিনুল ইসলাম(৪৫)কে তার বসত বাড়ী থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
ডিএনসি’র পরিচালক মোঃ রাজিউর রহমান বলেন আটককৃত মাদক ব্যবসায়ি মোঃ আমিনুল ইসলাম(৪৫) দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বসত বাড়ী থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। কিন্তু আমাদের কাছে আরো কিছু এ ধরনের মাদক ব্যবসায়ির তথ্য রয়েছে তাদের ধরার জন্য আমাদের টিম তৎপর রয়েছে, তবে আশাবাদী খুব দ্রুত তাদেরও ধরা সম্ভব হবে বলে আমি মনে করি। আটককৃত মাদক ব্যবসায়ি মোঃ আমিনুল ইসলাম(৪৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ১৯৯০ এর ১৯ (১) এর ৩ (খ) ধারায় দিনাজপুরের কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের করা হয়েছে।