এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন ১৭ অক্টোবর মঙ্গলবার স্বাক্ষরিত দিনাজপুর জেলা ছাত্রলীগের ১ বছরের জন্য কমিটি অনুমোদন করেছেন। তানভীর ইসলাম রাহুলকে সভাপতি ও মোঃ গোলাম ইমতিয়াজ ইনানকে সাধারন সম্পাদক করে কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হারুন-উর রশীদ রায়হান, সুমিত শীল, যুগ্ম সাধারন সম্পাদক সিফাত রহমান লিমন, মোঃ মাসুম শাহ ছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিবুল ইসলাম মিথুন ও কে এম মনিরুজ্জামান সৌরভ।
নবনির্বাচিত কমিটিকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু হুসাইন বিপু দিনাজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তানভীর ইসলাম রাহুল ও মোঃ গোলাম ইমতিয়াজ ইনান-এর নেতৃতাধীন কমিটি তথ্য প্রযুক্তির বিশ্বয়ানযুগে শিক্ষার সুষ্ঠু পরিবেশসহ স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে কঠোর ভুমিকা রাখবে এ আশা ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ সফল করতে এই কমিটি সৈনিক হিসাবে কাজ করবে। তিনি দিনাজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে ইস্পাত কঠিন মনোবল নিয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে “তোমরা হবে বীর সৈনিক”।