এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর জেলা বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগণের চাকুরী জাতীয়করণ করার দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান।
১৮ মে বৃহস্পতিবার বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগণের চাকুরী জাতীয়করণ করার দাবীতে জেলা প্রশাসক মাধ্যম মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আবু আউয়াল’র নিকট স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে তাদের দাবীসমূহর মধ্যে বেসরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারীগণের চাকুরী জাতীয়করণ করতে হবে এবং জাতীয়করণের লক্ষ্যে সরকারী কর্মকর্তা কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা বকেয়াসহ প্রদান করতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের জন্য আবেদনের সর্বচ্চ ৬ মাসের মধ্যে তাদের পাওনাদি পরিশোধ করতে আগামী বাজেটে ৩ হাজার কোটি টাকা প্রদান করতে হবে। আসন্ন ঈদে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষক-কর্মচারী পূর্ণাঙ্গ বাড়ী ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপনে অনুদান শব্দের পরিবর্তে বেতন-ভাতাদির সরকারী অংশ সংযুক্ত করতে হবে। স্মারকলিপি শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা সভাপতি মোঃ সামসুল হক, সচিব মোঃ নেজামুল ইসলাম, অতিরিক্ত সচিব মোঃ জয়নাল আবেদীনসহ জেলার সকল নেতৃবৃন্দরা বলেন, আমরা কমল মতি শিক্ষার্থীদের জিম্মি করে এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দাবী আদায় করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিকট বেসরকারী শিক্ষক-কর্মচারীদের আবেদন আপনি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবী সমূহ পুরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সচিব বিনয় বাবু, দিনাজপুর সদর শাখার সভাপতি রিয়াজুল ইসলাম, সচিব আব্দুল আজিজ, সাংগঠনিক সচিব মোঃ লিয়াকত আলী, বীরগঞ্জ শাখার সভাপতি আব্দুল আজিজ, সচিব বিপুল চন্দ্র, বীরগঞ্জের শিক্ষক নেতা ঝাড়বাড়ী দ্বি মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, মিজানুর রহমান, ঘোড়াঘাট শাখার সচিব মোঃ তোফায়েল, শাহিন আলম, সদরের আনোয়ার হোসেন, ফসিউল আলম চৌধুরী প্রমুখ।