এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরে ২৬৭৫ কৃষকদের মাঝে সাড়ে ৭৬ লাখ টাকার বিনা মূল্যে বীজ সার বিতরন ও খাদ্য দিবসের প্রচারাভিযানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
সদর উপজেলায় ৬৮ হাজার বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন সমস্যায় দিনাজপুরে ছুটে আসেন আর আমি মানুষের সহায়তায় জীবনকে উৎসর্গিত করেছি। তিনি দৃঢ়তার সাথে বলেন, এ আসনে দাড়ালে খালেদা জিয়াকে পরাজয় বরন করতে হবে। বন্যা পরবর্তি অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের বীজ, সার, কৃষি উপকরন, বাড়িঘর, রাস্তাঘাট, ব্রীজ, কালভাট নির্মাণ ও সংষ্কার শেখ হাসিনার যুগান্তরী সফলতা। তিনি আশা প্রকাশ করেন বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ার পরও গতবারের চেয়ে এবার ধান বেশি উৎপাদন হবে।
হুইপ ইকবালুর রহিম এমপি শুক্রবার দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি পুনর্বাসন কর্মসুচীর আওতায় দিনাজপুর সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সরিষা, গম, ভুট্টা, বোরো ও সবজি ফসলের বীজ ও সার বিতরন এবং দিনাজপুর এমবিএসকের হল রুমে খাদ্য অধিকার বাংলাদেশ (নেটওয়ার্ক) জেলা কমিটির আয়োজনে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী খাদ্য নিরাপত্তা পরিস্থিতি এবং খাদ্য অধিকার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রচারাভিযানের পৃথক পৃথক আলোচনা সভায় এ সব কথা বলেন। কৃষি পুনর্বাসন কর্মসুচী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান ও খাদ্য অধিকার দিবসে জেলা খাদ্য অধিকার কমিটির সভাপতি ও এমবিএসকের নির্বাহী প্রধান সুলতানা রাজিয়া খাতুনের সভাপতিত্বে পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, উপজেলা কৃষি অফিসার সিরাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নাজমুল রশিদ,জেলা খাদ্য অধিকার কমিটির সাধারন সম্পাদক যাদব চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান বাবুল আকতার, ইসাহাক চৌধুরী, জিয়াউর রহমান জিয়া প্রমুখ। হুইপ ইকবালুর রহিম কৃষি পুনর্বাসনে ২ হাজার ৬’শ ৭৫ জন কৃষককে গম, ভুট্টা, সরিষা, বোরো ধানসহ গ্রীষ্মকালীন ফসল উৎপাদনে সাড়ে ৭৬ লক্ষ টাকার বীজ বিনা মূল্যে বিতরন করেন।