এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর জেলা প্রশাসক এবং রির্টানিং অফিসার মোঃ মাহমুদুল আলম রাতে এক সংবাদ সম্মেলনে জানায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ৬ টি আসনে ৫৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ১৩ জন। এরা হলেন- আওয়ামীলীগের মনোরঞ্জন শীল গোপাল এমপি, বিএনপির উপজেলা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু, কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, তোফাজ্জল হোসেন এবং জামায়াত নেতা বীরগঞ্জ পৌর মেয়র (ধানের শীষ প্রতীক নিয়ে) মাওঃ মোঃ হানিফ, জাতীয় পাটির শাহিনুর ইসলাম ও মোঃ মাহাবুব আলম, বাংলাদেশের ওয়ার্কাস পাটির আব্দুল হক, ইসলামিক আন্দোলন বাংলাদেশ মোঃ আশরাফুল আলম, জাগপার আরিফুল ইসলাম, বাংলাদেশ মুসলিমলীগ সৈয়দ মনজুরউল করিম, সতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ হোসেন ও রঞ্জিত মুরমু।
দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে ৮ জন। এরা হলেন- আওয়ামীলীগের খালিম মাহ্মুদ চৌধুরী এমপি, ডাঃ মানবেন্দ্র রায়, বিএনপির সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও অধ্যাপক মনজুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান, জাতীয় পাটির মোঃ জুলফিকার হোসেন, বাংলাদেশ মুসলিমলীগ মোঃ এরশাদ হোসেন, সতস্ত্র মোকাররম হোসেন।
দিনাজপুর-৩ (সদর) আসনে ৮ জন। এরা হলেন- আওয়ামীলীগের হুইপ ইকবালুর রহিম এমপি, বিএনপির মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও এ্যাড, মোফাজ্জল হোসেন দুলাল, বাংলাদেশের কমিউনিষ্ট পাটির বদিউজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ খায়রুজ্জামান, বিকল্প ধারা বাংলাদেশ মোঃ আশরাফুল ইসলাম, বাংলাদশ মুসলিমলীগ সৈয়দ মাহমদি উল করিম ও অনলাইনে জমা দিয়েছেন মোঃ রাইসুল ইসলাম।
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ৯ জন। এরা হলেন- আওয়ামীলীগের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, বিএনপির শিল্পপতি হাফিজুর রহমান সরকার ও সাবেক এমপি আকতারুজ্জামান মিয়া, বাংলাদেশের কমিউনিষ্ট পাটি এ্যাড,মোঃ রেয়াজুল ইসলাম,বাংলাদেশ সুমলীমলীগ মোঃ মোজাফফর হোসেন, জাতীয় পাটির মোঃ মোনাজ্জাত চৌধুরী, বাংলাদেশর বিপ্লবী ওয়ার্কাাস পাটি মোঃ সাজেদুল আলম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ মিজানুর রহমান, সতন্ত্র পার্থী মোঃ ইউসুফ আলী।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ৮ জন। আওয়ামীলীগের প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী এ্যাড, মোস্তাফিজুর রহমান এমপি, বিএনপির এজেএম রেজওয়ানুল হক ও এস.এম জাকারিয়া বাচ্চু ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ মতিউর রহমান, বাংলাদেশ মুসলীমলীগ মোঃ শফিকুল ইসলাম, জাতীয় পাটির মোলায়মান সামী, পিপলস্ পাটির শওকত আলী, সতন্ত্র প্রার্থী সাবেক উপ শিক্ষা মন্ত্রী আলহাজ¦ মনসুর আলী সরকার।
দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর-বিরামপুর)) আসনে ১৩ জন। এরা হলেন- আওয়ামীলীগের শিবলী সাদিক এমপি, বিএপির লুৎফর রহমান মিন্টু, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ শাহিনুর ইসলাম এবং জামায়াত নেতা (ধানের শীষ প্রতীক নিয়ে) মোঃ আনোয়ারুল ইসলাম, জাতীয় পাটির দেলওয়ার হোসেন, ন্যাপের কাজী আবু জাফর মুহম্মদ লুৎফর রহমান চৌধুরী, ন্যাশনাল পিপলস্ পাটির শাহিদা খাতুন, গণফোরাম মোঃ নুরুননবী,ওয়ার্কাস পাটির রবিন্দ্র নাথ সরেন, বাংলাদেশ ইসলামী আন্দোলননুর আলম সিদ্দিকি, সতন্ত্র সাবেক এমপি আজিজুল হক চৌধুরী, আতাউর রহমান।
উল্লেক্ষ, ১ জন অনলাইনে ছাড়া দিনাজপুর জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোঃ মাহমুদুল আলম অথবা স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রির্টানিং অফিসার এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন। দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ৯টি পৌরসভায় ১০৩টি ইউনিয়নে ৭৯১টি ভোট কেন্দ্রে ৪২৭৪টি ভোট কক্ষে ১১০৭১৭৩ জন পুরুষ ও ১১০১৩১৪ মহিলা সহ মোট ২২০৮৪৮৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।