এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জের বলরামপুর যুব সমাজের আয়োজনে ঐতিয্যবাহী সাপ দিয়ে পাতাখেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিজপাড়া ইউনিয়নের বলরামপুর দাখিল মাদ্রাসা মাঠে যুব সমাজের আয়োজনে ও ইউনিয়ন চেয়ারম্যান এম.এ খালেক সরকারের সহযোগিতায় ২০ মে বিকাল ৪টায় স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ঐতিয্যবাহী সাপ দিয়ে পাতাখেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন দিনাজপুর জেলা পরিষদ সদস্য মোঃ শরিফুল ইসলাম। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান এম.এ খালেক সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রহমত আলী, বীরগঞ্জ টুয়েন্টিফোর এর সম্পাদক নীল রতন সাহা নিপু, বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, বীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম মিলন, যুব সমাজের নেতা জিয়াউল হক প্রমুখ।
হাজার হাজার জনতা উপস্থিতিতে ১ম স্থান দখলকারী বিজয়ী হয়ে মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জের আমিনা করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারী দর্প চন্দ্র রায় ১টি ১৪ ইঞ্চি টেলিভিশন উপহার পায় এবং মহনপুর ইউনিয়নের বড় করিমপুরের ইদ্রিস আলী ২য় স্থান দখলকরে ১টি সিলিং ফ্যান উপহার পায়।
কাহারোল উপজেলার সাপুড়ে দীনেশ চন্দ্র রায় এর পরিচর্যায় এবং কবিরাজ আনছার আলীর পরিচালনায় খেলাটি অনুষ্ঠিত হয়েছে।