নিউজ ডেস্ক:দামুড়হুদা মদনার আনারুলকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই (নিরস্ত্র) রাম প্রসাদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদক বিরোধী অভিযান চালান দামুড়হুদা থানাধীন মদনা হঠাৎপাড়া গ্রামে। এ সময় গ্রামস্থ জনৈক মাজেদা খাতুনের মুদি দোকানের সামনে বাঁশের মাচের উপর হতে ১০ গ্রাম গাঁজাসহ আনারুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। সে উপজেলাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নেন মাদনা গ্রামের হটাৎপাড়ার আব্দুর রহমানের ছেলে।