দামুড়হুদা চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দর্শনা ফিলিং স্টেশনের সামনে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো:মুকুল হোসেন (৩২) নামের এক যুবকের দুই পা ভেঙ্গে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। তিনি জীবননগর উপজেলা সদর হাসপাতালপাড়ার মেকসেদ আলীর ছেলে। সোমবার বিকাল ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার দুই পা ভেঙ্গে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজের রেফার্ড করেছে।
পুলিশ জানায়, সোমবার বিকাল ৪ টার দিকে মো:মুকুল হোসেন দর্শনা থেকে মোটরসাইকেল যোগে জীবননগরে বাড়ী ফির ছিল। এ সময় দর্শনা ফিলিং স্টেশনের সামনে পৌছালে অপর দিক থেকে আসা দ্রুত গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। ট্রাকের সামনের চাকা মো:মুকুল হোসেন দুই পায়ের উপর দিয়ে চলে যায়। এতে তার দুই পা ভেঙ্গে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। সে বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তার অবস্থ আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজের রেফার্ড করেছে।#